আমার মন পড়ে আছে, আমার ছোট্ট গাঁয়ে ।
এখানে আমার কেউ নেই,আমি একা।
দু'বছর আগে নিজদেশ ছেড়ে
এসেছি ইতালি, অর্থের জন্য,জীবিকার জন্য।
এই অচেনা দেশ, অচেনা শহরকে আমার,বদ্ধ খাঁচা মনে হয়;
আর আমি যেন, সেই খাঁচায় বন্দি নিঃসঙ্গ এক পাখি।
আপন ঠিকানাই যাবার জন্য ছ্টফট করি সারাক্ষণ।  


আমার মন পড়ে আছে, আমার ছোট্ট গাঁয়ে ।
যেখানে আমার  মা-বাবা প্রিয়জন,সন্তান আছে-
আছে বন্ধু,বান্ধব,আত্মীয় স্বজন।
কতদিন তাদের দেখিনা,
কতদিন মায়ের হাতের রান্না খাইনা।
কতদিন হলো আমার গাঁয়ের মেটো পথে হাঁটি না,বিলের জলে নামিনা,
জ্যোৎস্না রাতে পুকুর পারে বোসে, আপন মনে বাঁশি বাঁজাই না।


আমার মন পড়ে আছে, আমার ছোট্ট গাঁয়ে ।
মাঝে মাঝে এমন হয়,যেন সব ছেড়ে-ছুড়ে চলে যাই.......
নিজের দারিদ্রতার কথা ভেবে
আবার মনকে বুঝাই।
দেশেগিয়ে সবাই মিলে, অভাবে
কষ্ট করার চেয়ে।
এখানে আমি, একা কষ্ট করাই ভালো।
তাই থেকে যাই, সয়ে যাই- নিঃসঙ্গ এই জীবন-জ্বালা।


যানি না আর কখনো দেশে ফেরা হবে কি না
চারদিকে মৃত্যুর মিছিল,অসহায় মানুষ
করোনার ভয়াল গ্রাসে আতঙ্কিত সবাই।
যানি না কি হবে! ব্যাথা ভরা হৃদয়ে
বসে এই পরবাসে ভাবি-
আর কি হবে বাঁচা সবাই কে নিয়ে!
আর কি পরবো ফিরতে আপন দেশে।
আমার মন পড়ে আছে, আমার ছোট্ট গাঁয়ে ।