স্বর্গের চেয়েও প্রিয় রূপসী বাঙ্গলা
প্রাণের স্পন্দন বুকে সুখের ঠিকানা;
বাঙ্গলার মাঠ ঘাট সুজলা সুফলা,
অপলক দেখেও কভু মন ভরে না।
মায়া মমতা জাগানো প্রেমের বন্ধন
বাংলার প্রকৃতি যেন, স্নেহের আঁচল।
ভালোবাসার ছোঁয়াতে স্বপ্নীল জীবন
মমতায় বঙ্গ কোল শুভ্র সুকোমল।


কত দেশ ঘুরি আমি ভ্রমন প্রিয়াসে,
নদ-নদী,বন-ভূমি,পাহাড় পর্বতে;
প্রকৃতির কত রুপ, দেখি দেশে দেশে-
মন তবু মেতে থাকে বঙ্গের প্রেমেতে।
অতুল্য মাধুর্যে বাংলা দিপ্ত মহিয়ান
প্রিয় জন্ম ভূমি মম আর এক প্রাণ।


সনেট
রচনাকালঃ ২৩/১০/২০১৭
কাজিপুর,সিরাজগঞ্জ।