হে আমার প্রিয়,অন্তরের কবি
তোমার গীতি-গ্রন্থ খানি ধরি-
মহা সাধকের নেয় যুগের পর যুগ
কল্পের পর কল্প কাটিয়েছি আমি।
.
শুধু একটি প্রশ্নের উত্তর খুঁজতে
হে কবি... তুমি আর আমি কে?
.
সাধনায় সিদ্ধি প্রাপ্ত যখন হলাম
সব সমাধান সব উত্তর তখন পেলাম।
তার ফলে, হারালাম তব গীতি গ্রন্থ
হারালাম সাধক জীবনের রোমাঞ্চ।
.
আমি তখন চিৎকার করে বললাম
হে কবি আমায় দেখা দাও
হে কবি আমায় ছুঁয়ে যাও...
কিন্তুু তুমি নিরব রইলে,আসলে না
আমি তখন, রিক্ততার দহনে ছাই হলাম
তুমি সে ছাইতে, গাছ হয়ে জন্ম নিলে।
.
আমি এখন তোমার নিত্য সেবক,
আর তুমি আমার নিত্য রক্ষক।।
.
২০/০৫/২০১৮
চৌহালী,সিরাজগঞ্জ
বাংলাদেশ।।