🌹
স্বর্গে যেতে চাইনা আমি
স্বর্গে যেতে চাই না
হে দয়াল, তোমার ধামি-
হয় যেন আমার ঠিকানা।
🌺
স্বর্গে গেলেও ফিরতে হয়
ব্রক্ষ্মা লোকেও তাই
এই জরাজগৎ মায়াময়
এথায় সুখ নাই।
কষ্ট পাওয়াই দেহের ধর্ম
আগলে রাখি কত
একটি কষ্ট যেতে যেতেই
হাজির কষ্ট শতশত।
দয়াল তোমার আশ্রয় ছাড়া
দুঃখ কষ্ট যায় না....
স্বর্গে যেতে চাইনা আমি
স্বর্গে যেতে চাই না
হে দয়াল, তোমার ধামি-
হয় যেন আমার ঠিকানা।
🌿
ধর্ম হলো তোমার আইন
মানিনী তাই এ-দন্ড
এই জগৎ কারাগার
পালাবার পথ বন্ধ।
তোমার স্বরণ না নিলে দয়াল
মুক্তি কভু মেলেনা....
স্বর্গে যেতে চাইনা আমি
স্বর্গে যেতে চাই না
হে দয়াল, তোমার ধামি-
হয় যেন আমার ঠিকানা।
💕
গোলক ধামে বসত তোমার
সেইতো আসল ঠিকানা
মায়ার মোহে আসক্ত সদাই
বুঝেও কেন বুঝিনা....
স্বর্গে যেতে চাইনা আমি
স্বর্গে যেতে চাই না
হে দয়াল, তোমার ধামি-
হয় যেন আমার ঠিকানা।
💗
রচনাকাল:২৯/০২/২০২০ইং
চৌহালী,সিরাজগঞ্জ।
💐
বি: দ্র: গানটি কেউ গাইতে চাইলে
অবশ্যই বাউল সুরে গাইতে হবে।