এক সময় আমার সব ছিলো, সব কিছু ছিলো
বসত ভিটে,পুকুর, খেতের জমি, গোলা ভরা ধান ।
দু'চোখ ভরা স্বপ্ন আর সুন্দর আগামী।


এক বার ভাঙ্গনে সব ভেঙ্গে গেলো
ভেসে গেলো সব কিছু নদীর স্রোতে...
আমি সর্বহারা আশ্রয় হীন হলাম অতি নিমেষে।


তারপর বহু কষ্টে দু'কাঠা জমি কিনলাম
ছোট্ট একটি ঘর বাঁধলাম অনেক যতনে
কিন্তুু এক ঝড়ে; আমার সে ঘর, ভেঙ্গে গেল...।
সে সময় আমার মাথায় উপর ঋণের বোঝা
এন. জি.ও কর্মির; প্রবল চাপ কিস্তি আদায়ে...
আমার দু'কাঠা জমি টুকুও গেল, ঋণ শোধ করতে।
আমি আবাও আশ্রয় হীন হলাম।


এই বিশাল পৃথিবীর বুকে...
অনেক দিন কাটলো আশ্রয় খুঁজে খুঁজে।
অবশেষে আশ্রয় পেলাম,এক সাঁওতাল পাড়ায়
সেখানে ঘর বাঁধলাম সংসার সাজালাম।
আমার সে ঘরও কপালে সইল না
ক্ষমতাধর, শক্তি মানরা আমার ঘরে আগুন দিলো
আমারে মেরে আহত করলো।


আমি এখন মৃত্যু শয্যায়,শ্বশান যাত্রার অপেক্ষায়...
সেখানে আমার, শেষ উচ্ছেদ হবে,চিতার আগুনে...।


17 নভেম্বর, 2016.