পাপ পুণ্য বিচার করে
প্রতি কার্য করো
এই তত্ত্ব ধারণ করে
সোনার জীবন গড়ো।
যত কাম, ক্রধ আর লোভ
আসুক তব মনেতে
অটুট থেকো সদা তুমি
সত্য ন্যায়ের পথেতে।
.
এই দুনিয়া জটিল জায়গা
সহজ কিছুই নয়
অসত্যের পতন হবেই জেনো
সত্যের নেই ক্ষয়।
পুণ্য কার্যেই শান্তি পাবে
পাপ কার্যে নায়
শান্তি যার হৃদয়ে রয়
স্বর্গ সুখ সে... জগৎতে পায়।
.
তুমি ছাড়াও এই দুনিয়া
চলবে নিজের মতই
এই পৃথিবী স্বয়ংসম্পূর্ণ
তুমি আমি, নই কিছুই।
মানব জীবন দূলর্ভ জনম
এই জগৎ সংসারে
সৎ কার্যে জীবনের মাধুর্য
বিলাও সবার তরে।