কাশফুল হাসে হেলেদুলে
স্নিগ্ধ শরৎ কালে,
শিউলী ফোটে আঁধার রাতে
ঝরে সকাল হলে।
.
শতদল-শাপলা ফোটে
ভরা খাল-বিলে
শোফালী কেয়া সুবাস ছড়ায়
ফুটে ডালে ডালে।
.
নীল আকাশে মেঘ উড়ে-
যেন শিমুল তুলা;
নীলিমায় সূর্য হেসে
কাটায় সারাবেলা।
.
পুকুর বিল জল থৈ থৈ
হরেক মাছের মেলা
ভরা নদীর কূলে কূলে
চলে ঢ়েউয়ের খেলা।
.
শরৎ যেন রূপের রানী
সৌন্দর্যের নেই শেষ
শরৎ এলে নির্মল হয়
ছয় ঋতুর এই দেশ।।
.
২৭ সেপ্টেম্বর ২০১৮।