যত দেবে তত নেবে তৃপ্ত নাহি হবে
আপন স্বজন হয়ে নিকটে রইবে।


খেঁজ নিবে ফোন দিবে ভালোও বাসিবে
তুমি কাঁদিলে কাঁদিবে হাসিলে হাসিবে।


সব কিছু স্বর্গময় যত দিন দেবে!
দিতে না পারিলে কিছু সবে দূরে রবে।


স্বার্থ পর যারা, এই তাদের চরিত্র
এদের থেকে দূরেই থাকবে সর্বত্র।।