স্বাস্থ্যের সমান বড় নেইতো সম্পদ
জগৎ মাঝারে স্বাস্থ্যই সুখের সনদ।
স্বাস্থ্যই সর্বচ্চ ধন ঐশ্বর্য ভান্ডার,
দুর্ভাগ্য নাশের তরে ধারালো কাটার।
দেহে শক্তি স্বাস্থ্য, ভিত্তি জীবন রথের
স্বাস্থ্য বিপদে হিম্মদ চলার পথের।
স্বাস্থ্যের গুনেই কর্মে রন্ত স্বর্ণ ফলে
স্বাস্থ্যই সৌভাগ্য জেনো সবার কপালে।
স্বাস্থ্য সচেতন হলে, দেহ থাকে সুস্থ
সুস্থ দেহে সুস্থ মন ধরে রাখে স্বাস্থ্য
স্বাস্থ্য যে অমূল্য ধন জানে সেই জন;-
ব্যাধি যার দুর্বিষহ , করেছে জীবন।
তাই তুমি করো সদা স্বাস্থ্যের যতন;
দেহে ধরে রাখো এই সুখের রতন।