অসৎ পথ ছেড়ে সদা, সত্যের পথে চলো
কটু কথা বলোনা কভু হিতকর কথা বলো।।
কুসঙ্গ ছেড়ে করো সদা সাধু জনের সঙ্গ
সুসঙ্গে পাবে সোনার চরিত্র শুদ্ধ রবে অঙ্গ।।
বিধাতার কঠিন নিয়ম যে জন পাপ করে,
অশান্তি তাঁর পিঁছু নেয় সুখ থাকেনা ঘরে।।
সত্যের জয় সর্বদা হয় এই ধরনীর পরে,
অসৎ হলে সবি হারাবে, দুঃখ আসবে দ্বারে।।
সত্য হলো পরম ধর্ম তার উপরে নাই...
শুদ্ধ হলে পাবে ঈশ্বর, সদাচারি হও তাই।।
থেকনা কভু কাম,ক্রোধ,লোভ- রিপুর বশে
পাপাচারি হয় নরক গামী কুবাসনার আশে।।


দেহ নৌকা যতই ভাসুক, এক দিন যবে ডুবে
মাটির দেহ, মটিই হবে, কর্ম শুধু রবে।।
ইহোকালে পরোকালে, শান্তি পাবে সততা হতে;
সুকর্ম তাই, করো সদা থাকতে সময় হাতে।।