প্রিয়া আমার ঘুমিয়ে আছে
মাটির ঘরে শুয়ে
আমায় ছেড়ে একলা একা
চিরো বিশ্রাম নিয়ে।
:
কখনো আমি ভাবিনি কভু
ছেড়ে যাবে সে দূরে
প্রেমের মায়া বুকের কথা
সব বাঁধন ছিঁড়ে।
:
চোখের জল; বুক ভাসায়-
মন পোড়ায় দুখে
সাথী বিহনে এই ভুবনে
নেইতো আমি সুখে।
:
দুখের কথা কাহারে বলি
একলা বসে কাঁদি
কষ্ট স্রোতে মম হৃদয়ে
বহে দুখের নদী।
:
এই জীবনে তাঁর স্মৃতি
কষ্ট দেয় অতি
প্রিয়ারে ছাড়া জীবন পথে
হারাই শুধু গতি।
.
ছন্দ : মাত্রবৃত্ত
৫+৫+৫+২