সততাই মানুষের সর্ব শ্রেষ্ঠ গুণ
দুর্নীতি নাশের তরে উত্তপ্ত আগুন।
সততারে হৃদয়েতে করে যে ধারণ
শান্তি সুখ তাঁরে এসে, করে যে বরণ।
কাজে কর্মে কথাতে যে, সততা রাখেন
সবে তাঁরে সন্মান ও বিশ্বাস করেন।
সততা ধারণে সব, পাপ দুরে রয়;
সততার পুরস্কার স্বর্গ সুখ ময়।
যে করে অর্জন এই চারিত্রিক গুণ
বিবেক বুদ্ধিতে হয় উত্তম যে জন।
.
ছন্দ: অক্ষর বৃত্ত