মাথার ঘাম পায়ে ফেলে
কাজ করে কারা!
খাটি কর্মে খাটি মানুষ
শ্রমজীবী যারা।


এই সমাজে নিত্য দিন
শোষিত হয় কারা!
অর্থনীতির চাকা ঘুরাতে
শ্রম দেয় যারা।


নিত্য অভাব, শ্রমিকের ঘরে
খেটে চলে তাই
একটু পেলেই অনেক খুসি
বহু চাহিদা নাই।


তবু ওদের রক্ত চোষে
শোষক অনির্বাণ
অত্যাচারে ওষ্ঠাগত
হয় শ্রমিকের প্রাণ।


যত পারে তত খাটায়
মানেনাতো নীতি
বল হীন ক্ষমতা হীন
তুচ্ছ ভাবে অতি।


অধিকারের লড়াই ওরা
যখন করতে যায়
পদে পদে রক্ত ঝরে
কষ্ট শুধু পায়।


এ ভাবেই যাচ্ছে চলে
যুগের পর যুগ,
শোষণ মুক্ত কাজ করার
পায়না কোন সুযোগ।।