আমার আমার করে কাটানু জীবন
সজন সজন করে করিনু আপন।
মায়ায় মোহিত হয়ে সুখের লাগিয়া
জীবন সাজানু ভবে কত শ্রমদিয়া-
তবু সুখে নিরাপদ না হলো জীবন
জানিনা কোন ঝড়ে কি হয় কখন;
অনিত্য-সংসারে তবে কিসের লাগিয়া-
এত-খাটি এত-করি জীবন ধরিয়া।


আমিত্বে হয়েছি বদ্ধ,মনতো বেঝেনা,-
এই ধরাধাম নয়, আসল ঠিকানা।