ওরা টোকাই ওরা অসহায়
ওরা মোদের ভাই
সবার মত সব কিছুতেই
ওদের অধিকার চাই।
:
এক মটিতেই গড়েছে মোদের
মহান সৃষ্টি কর্তা
সবার মাঝেই বসত করে
একই পরমআত্মা।
:
তবে কেন এত বিভেদ
আমাদের মনে ভাই
ভালোবাসা পাবার অধিকার
ওদের কি পেতে নাই।
:
জন্ম ওদের যেথাই হোক
ওদেরও আছে মন
এই সমাজের অংশ ওরা
সবারিতো আপন।
:
তবু কেন ওরা করে ভাই
ভিন্ন জীবন জাপন
বুঝেও কেন ওদের কষ্ট
বোঝেনা  এ ভুবন।।
:
কাগজ কুরে খাবার কুরে
চলে ওদের জীবন
এই সমাজ ওদের ব্যাথা
করেনাতো স্মরণ
:
ক্ষুধায় ওরা পায়না খেতে
ছুটে যায় ডাস্টবিনে
যা পায় খুঁজে তাই যে খায়
কুকুর কাকের সনে।।
:
রাত্রিবেলা ঘুমায় ওরা
কোন ফুট-পাতে
কষ্ট করে শীত গরমে
আর বৃষ্টি ঝড়েতে।।
:
মানুষ হয়েও লোকসমাজে
ওদের মিশতে মানা
ওদের গায়ের গন্ধ বেজায়
ওদের আছে জানা।
:
ভালোবাসা পায়না ওরা
পায় শুধু দূরছাই
ভাগ্য ওদের হয়না সহায়
তাই দুঃখ পায় সদাই।
:
আসুন সুধী আমরা সবাই
ওদের নিয়ে ভাবি
মনের আয়নায় একটি বার
দেখি ওদের ছবি।।