ভাঙ্গনের শব্দে বারে বারে...
কেঁপে উঠে বুক,
নদীর জলে যাবে বুঝি ভেসে
মম জীবনের সুখ।


স্রোতে নেচে যমুনা বুঝি...
নিবে সব গ্রাসে।
আমার এই ছোট্ট আশ্রয়
গড়েছি অতি কষ্টে।


দু'হাত তুলে আকুল প্রাণে
ডাকি বিধাতারে
আশ্রয় টুকু নিয়োনা প্রভু
আমার থেকে কেরে।