🍁
পথের ধারে ছাউনি দেওয়া টিনের একটি ঘরে
মানসিক প্রতিবন্ধি,দুঃখিনী বসত করে।
বহু দিন আগে, এসেছে এখানে, নেই আপন-জন-
স্বজন ছাড়া কষ্টে চলে, তাঁর জীবন-যাপন।  
কোথায় তাঁর বাস্তভিঁটা, কোথায় হয়েছে জনম,
নাম ঠিকানা বলতে পারেনা,হয়েছে মতিভ্রম।
কেউ যদি তাঁরে খেতে দেয়, তবেই আহার জোটে;
অর্ধহারে অনাহারে, তাঁর জীবন কাটে।
জীর্ণ কাপড় পরিধানে... মলিন চেহারায়;-
কোদালিয়া গাঁয়ে,  পাগলীর মোরে থাকে অসহায়।
হয়তো তাঁহার আপনজন খুঁজছে আজো তাঁরে
এখানে সে বড় অসহায়,বাঁচে কষ্ট করে ।
🍁
রচনাকাল:২৪/০৬/২০২০
চৌহালী,সিরাজগঞ্জ।