মায়ার ভুবন ছেড়ে এক দিন বিদায় নিতে হবে ,
আমার বলতে যা ছিলো ধরায় সবি পরে রবে ।।


সুখের আশায় পাবার নেশায় জীবনের পথ চলা ,
কান্না-হাসির খেলায় মেতে শেষ হয়ে যায় বেলা ।।


কত হাসি-খুশি, আনন্দ বেদনা, থাকে জীবন জুড়ে
ফুরাইলে আয়ু সবি যায় ঘুচে জীবন নদীর তীরে ।।


মাটির শরীর মাটিতে মিশিবে প্রাণ পাখি গেলে চলে ,
এই দেহরথ পর হয়ে যাবে, শেষ বিদায়ের কালে ।।


সাধনাতে গড়া যতো ধন জন চিরো সঙ্গি না হবে ,
শুধু কর্ম ফল থাকবে সঙ্গে, শেষ সাথী হয়ে রবে ।।


তবু হয় মন... মোহাচ্ছন্ন; মায়াতে বিভর মিছে ,
সদা ছুটে চলে, ছয় রিপু সনে কাম বাসনার পিছে ।।