এক হাতে নুন বেচি, আর আরেক হাতে তেল
এক হাতে আম কুড়াই, অপর হাতে বেল।
এক চোখে সবই সাদা দেখি, আরেক চোখে কালো
তোমার কাছে খারাপ আমি, নিজের কাছে ভালো।
দিনদুপুরে তাঁরা দেখি, জোছনার আলোয় ভুত
নয়া জামানার নিয়মকানুন সবই যে অদ্ভুত।


আমার সবই লীলা খেলা, তোমার যত দোষ
অঘটনের আমি নিরব হোতা , তুমি নন্দঘোষ।
তোমার কাছে দ্বন্দ্ব যেটা, আমার কাছে শান্তি
আমার বিশ্বে ন্যায় সবই, তোমার বেলায় যত ভ্রান্তি।
যুদ্ধের মাঠে আমি শান্তিকামী, তুমি সদা অপরাধী
বিচার আচার আমার গড়া, সাজা তোমার প্রাপ্তী।


আমার চিন্তায় আছে গণতন্ত্র, তুমি সদা স্বৈরাচারী
আমার বেলায় সাম্যবাদ, তুমি হলে বৈষম্যকারী।
আমার মন পুত পবিত্র, তোমার মনে ষড়যন্ত্র
আমি চাই সবার উন্নয়ন, তুমি কর  বিনষ্ট।
মনে আমার কপটতা, তবুও তুমি হলে ভ্রষ্টদেব।
প্রতিহিংসার নীল অনলে পুড়ে যাচ্ছে সারা দেশ।


৩০ জুন ২০২২, রংপুর।