বিশ্বনন্দিত অতি গর্বিত তোমরা এক জাতি ছিলে ভাই
তবে এখন কেন তোমায় দেখে তা বোঝার উপায় নাই!
জ্ঞানে গুনে আর মান সন্মানে তোমরা ছিল সবার উর্ধ্বে
তোমাদের উপর অযথা চড়াও হওয়া ছিল কার সাধ্যে।


এশিয়া, ইউরোপ আর আফ্রিকাজুড়ে ছিল তোমাদের ঘাঁটি
সব হারিয়ে দৈন্যদশায় রূপালি অতীত হয়েছে পোড়ামাটি।
পৃথিবী জুড়ে প্রতিনিয়ত শুনি তোমাদেরই আকুল রোনাজারি
তবুও কেন হুশ ফেরে না  সব ভুল যে ছিল তোমাদেরই।


তোমাদের নিয়ে যত নিত্যনতুন রঙ্গ তামাশা হচ্ছে দুনিয়া জুড়ে
তবুও কষ্ট ততটা পাও কি তোমরা যতটা বল শুধু মুখে!
তোমাদের ভাই এখন তোমাদেরই গলাতে ধরছে ধারালো ছুরি
অধঃপতনের অতল গহ্বরে পড়ে আছ তোমরা সারা দুনিয়া জুড়ি।


নামতে নামতে আর কত নিচে ভাই নামবে তোমরা বলো,
সময় থাকতে আত্মশুদ্ধি করে সদা আলোর পথে চলো।


২৮ সেপ্টেম্বর, ২০২১, রাজশাহী।