আজকে যাকে রেখে আসলাম চিরতরে
তার খোঁজ আর কোনদিনও রাখা হবে না।
তাকে আর শ্রদ্ধাভরে ডাকা হবে না, চাচা কী খবর?
ভালো আছেন তো? কী আশ্চর্য! তাকে আর দেখবোনা।
আর শুনবো না তার স্নেহময় বাণী, চোখের সামনে ভাসবে না
আর সেই অকৃত্রিম হাঁসি। ধরনীর কি অদ্ভুত নিয়ম!
প্রিয় শব্দটি আর প্রিয় থাকে না। বেদনার নীল রং এসে তা ধুয়ে দেয়।
আহ্! কি অকৃত্রিম সেই হাসি। ধরনীর কি অদ্ভুত নিয়ম!
দাদা,দাদি, বাবা,মা , আজ সব প্রিয় শব্দে বেদনার নীল রং
মিলে মিশে একাকার। সবাই গিয়েছেন চলে। দূর দিগন্তে পরপার।


আজকে যাকে রেখে আসলাম চিরতরে, সে কি আমাদের ভুলে থাকতে পারে!
নাকি আমারাই ভুলে যাই দুনিয়ার মিথ্যা প্রলোভনে পড়ে!
আজকে যাকে বিদায় দিলাম পরম দুঃখ ভরা মনে , সেই প্রিয়জন আমাদের
ডেকে যায় ক্ষনে বিক্ষনে। ধরনীর কী অদ্ভুত নিয়ম!
বেদনার নীল আকাশে প্রিয়জন হারানোর স্মৃতি ভেসে ওঠে
একদিন যেতে হবে সবাইকে অজানা সেই দেশে , নির্মম মলিন বেশে।
বেদনার নীল আকাশ আরেকটু নীল হয়। আহ! ধরনীর কী অদ্ভুত নিয়ম।


২৫ এপ্রিল ২০২১, ঝিকরাপাড়া, গোদাগাড়ী, রাজশাহী।