অযোগ্য লোক যোগ্য আসনের কখনোই রাখতে পারে না সন্মান,
অযোগ্যতা  ঢাকতে ছড়িয়ে বেড়ায়  জ্ঞানী গুণীদের নামে দুর্নাম।
অহঙ্কার ও দাম্ভিকতার চরম সীমানা লঙ্ঘন করা তাদের ধর্ম,
ফাঁটা ঢোলে দিবারাত্রি লাঠি পিটিয়ে জাহির করা একমাত্র কর্ম।
সরিষা, সয়াবিন কিংবা নারকেল, তেল মারাই তাদের কাজ,
কার্যোদ্ধারে এদের কারো পায়ে পড়তে লাগেনা দ্বিধা, একটুও লাজ।


নতুন কিছু শিখতে গেলে বনবনিয়ে ঘুরে ওঠে তাদের মাথা,
বুক ফুলিয়ে দুনিয়ারজুড়ে ছড়িয়ে বেড়ান মেকি সফলতার কথা।
মাসের শেষে শয়তানি হেসে নগদ নরেশের হিসাব করেন কষে,
বেপরোয়া ভাবে দক্ষিণার জোরে সবাইকে শাসিয়ে বেড়ান চষে।


সারা বছর এরা থাকে সুখে, সবখানেই তাদেরই হচ্ছে জয়,
এমন লোকদের আগ মাড়াতে প্রাণে জাগে বড্ড ভীষণ ভয়।
সারা দেশের যত মাথা মোড়ল আজ সবাই এদের কেনা,
বেশধারী এরা চতুর সাধু সুফিজন , সহজেই যায়না চেনা।


এরাই করছে রাম রাজত্ব, নিরঙ্কুশভাবে কুরশির ধরে লাগাম,
অর্থের জোরে জ্ঞানীগুণীদের বানিয়ে নিয়েছে চিরস্থায়ী গোলাম।
গরুর কাজ ছাগল গাধারা  কখনোই করতে পারেনি পরিপূর্ণ,
এদেশে এরাই এখন লাঙ্গল কাঁধে নিয়ে বিসমিল্লায় করছে সাঙ্গ।
দেশ বাঁচাতে অকালকুষ্মান্ডদের চটজলদি রাশ ধরতে হবে টেনে,
নচেৎ বাছাধন আজীবন তোমাদের পরাধীনতা নিতে হবে মেনে।


১৪ সেপ্টেম্বর ২০২১, রংপুর ‌