তুমি তো বড়ই সুন্দর সত্যের স্বরূপ
বড়ই দৃঢ় বাস্তবতার অনন্য দলিল।
সূচনা লগ্নেই শুনেছিলাম তোমার প্রতিধ্বনি
আবার শেষার্ধে তোমাকে করব আলিঙ্গন।
তুমি আছ বায়বীয় আবরণে চারপাশটা জুড়ে
তবুও বেখেয়ালি মনে বারবার ভুলে যাই তোমায়
এই ধুলো বালি মাখা শহরের মিথ্যা মায়ায় পড়ে।
সময় হয়নি হয়তবা এখনও শেষ সাক্ষাতের
তুমিও তো আসনি একবারও ভালবাসার টানে!
অথবা বিচ্ছেদের নির্মম বাতাবরণ ভেদ করে।


মনে করিয়ে দিতে আসনি সেই ধূসর সময়ের বাস্তবতা
আমিও তাই ভুলে যাই সেদিনের অদ্ভুত স্থবিরতা।
বড়ই নিষ্ঠুর নিস্পন্দ মায়াহীন রুদ্রমূর্তির অবতারে
নিয়ে যেও হরণ করে প্রাণবায়ু জনম জনমের তরে।


  ১৫ আগস্ট ২০২২, রংপুর।