আমি দেখেছি কাটাতারে
ফেলানীর রুপে ঝুলে ঝুলে
মরে গেছে স্‌বাধীনতা।


আমি দেখেছি কেঁদে কেঁদে
রাজনের রুপে হাহাকারে
মরে গেছে মানবতা।


আমি দেখেছি
জনতার বুকে পুলিশের বুট।
প্রতিবাদ হলে সাধুর আছলে
গড়ে উঠে দানবতা।
মরে গেছে স্‌বাধীনতা।


আমি দেখেছি
শহীদ চত্ত্‌বর শহীদের খুনে
ভেসে একাকার।মিডিয়া সন্ত্রাস
গোলামের নিরবতা।
মরে গেছে মানবতা।


আমি দেখেছি
ইলয়াস গুম,ভাসে মা'র বুক
ইলয়াস নয় হয়ে গেছে গুম
আমাদের স্‌বাধীনতা।


আমি দেখেছি
আড়িয়াল বিলে স্‌বার্থ পূরণে
টুস!! টাস!! টুস!!প্রাণ ত্যাগ করে
কিছু নিরিহ জনতা।
গর্জে উঠে হীনতা।
মাদফুন মানবতা।


নির্বাক স্‌বাধীনতা।


আমি দেখেছি
গরু পাইকার চোরা কারবারী
উপনাম দিয়ে আমাদের খুন
শুষতে কি যে বন্যতা!!
নির্বাক স্‌বাধীনতা।


আমি দেখেছি
পা চাটা গোলাম বেহায়া দালাল
সিমানায় পুঁজে দাদার চরণ
পা'যোগলে কাতরতা।


হায় হায় স্‌বাধীনতা।


আমি শুনেছি
সেই বিশ্‌বজিৎ দর্জিটার ঐ
করুণ রোধন,চিৎকার ধ্‌বনি
বাঁচবার কাতরতা।
মরে গেছে মানবতা।


হায় হায় স্‌বাধীনতা!
হায় হায় মানবতা!


আফসোস স্‌বাধীনতা!
আফসোস মানবতা!


রাত ০১ঃ৩৫মিনিট
১৪-০৭-১৫ ইংরেজী


নবম শ্রেণীকক্ষ,
উমরপুরবাজার,ওসমানীনগর,সিলেট।