এ পথটা খুবই ভয়ের।
    দুর্গম গিরি, পিছল এ সিঁড়ি,
   আছে ভয় আছে খুবই ক্ষয়ের।
       এ পথটা খুবই ভয়ের।


     এ পথ মাঝে সর্প-বাসা।
    রক্ত সাগর,উছল শিখর,
   আছে এতে আছে বিষধরী হাসা।
     এ পথ মাঝে ইঁদুর টাসা।


        এ পথ মাঝে গর্ত খোঁড়া।
     কাদা মাটি আর পিছল আবার
   ছোট-বড় কত কাচ হেথা' মোড়া।
        এ পথে আছে নেংটা বুড়া।


       এসো না ভাই এ পথ মাঝে।
     দুর চলে যাও,পিছে না তাকাও
     আটকে পরো না এ পথের খাঁঝে।
        লা'নতী হাসে ঘাতকী সাজে।


       কভু এসো না এ পথ মাঝে।
     অতি খোদা ভয়,তোমাতে কি নয়?
     কভু এসো না কো এ পথের ঝাঁঝে।
         হারিতে পারো বাজের ভাজে।
        কভু এসো না এ পথ মাঝে।

              বিকাল ০৩ঃ৪৫
          ১৯-১০-১৪ ইংরেজী

           নবম শ্রেণীকক্ষ,
       জামেয়া উমরপুর মাদ্রাসা,  
         ওসমানীনগর,সিলেট।