পত্তন নয়,ভালোবাসি পল্লীকে।
   এবড়ো তেবড়ো প্রতিটি মোড়,বাককে।
             ভালোবাসি পল্লীকে।


       মনে হয় মিশে আছে মম তনু
            মনু তটিনীর বাকে।
             ভালোবাসি পল্লীকে।

  
   মিশে আছে দেহ ;বিদাহী গ্রীষ্ম তাপে,  
     নিপীড়িত মাটি,মাঠের বালির ভাঁপে,
              বর্ষার জল পাকে।
              ভালোবাসি পল্লীকে।


      বিস্তৃত মন;হারাইইয়ার বিলে,
      পেট্টার পুল,কান্দির বড় ঝিলে,
     পটিরাখা মাঠ,হাওড়ের স্‌ফীত জলে,
              কুশিয়ারার সবাকে।
              ভালোবাসি পল্লীকে।


      একাত্‌ন এ দেহ;মাঠ,ঘাট,হাট খাজে,
      ক্ষুব্ধ মাতাল;মনু তটিনীর ঝাঁঝে,
     শ্রী শ্রী প্রকৃতি ;ঋতু রুপায়ন সাজে
       বেণুবন আর আম বৃক্ষের মাঝে।
                কাঠাল বৃক্ষ শাখে।
                ভালোবাসি পল্লীকে।


           সন্ধ্যা ০৬ ঃ২০ মিনিট
            ২০-০৭-১৫ ইংরেজী
                   নিজ বাড়ী