দিন শেষে কূল ঘেষে তটিনীর তটে
খুঁজে পাই প্রশান্তি ওয়াপদা বটে।
বেণুবন ঘন ঘন সুখের আবেশে
গড়াগড়ি,জড়াজড়ি একাকার মিশে।
দেখি যদি মনু নদী খুঁজে পাই সুখ
ভেসে যায় নদী বায় যত আছে দুঃখ।


প্রশান্তি খুঁজে পাই ঝিল-বিল জলে
গঞ্জের মাঠ-হাট ফোয়ারা অনলে।
কাদা মাঠি হাটি হাটি পাড়ি দেই যবে
আনন্দে সানন্দ এই তনু ভবে।


হাওড় বা বন বলো কিবা বলো ক্ষেত
সুখ পাই গাছ দেখে যেথা ভরা প্রেত।
পাখিদের প্রীতি-হের কিচির-মিচির
সুখ পাই দেখি যবে শালিকের নীড়।


ভালো লাগে প্রেম জাগে পল্লীর মাঝে
যত হের হয় ঢের স্রোতস্‌বীনি ঝাঁঝে।
ভালোবাসি জল হাসি রোদে ঝিকমিক
নদী জলে পথে ছেলে করে চিকচিক।



ভালোবাসি জেলে,চাষী,বর্ষার নাও।
গ্রাম গাও,ব্যঙ ছাঁও ভালোবাসি তাও।


সন্ধ্যা ০৬ঃ১৫ মিনিট
২৮-০৭-১৫ ইংরেজী
নিজ বাড়ী