আমি আবার সভ্য মানুষ!


বোনটা আমার কাটাতারে
ঝুলে আছে
গুয়ান্তনামো বে কারায়
কাঁদে পাছে


ধর্ষিতা হয় দিনে রাতে
আরাকানে
টি এস সি মোড়ে বিনষ্টা
লীগ গানে।


পরিমলের খপ্পরে
আজ কাঁদে
জীবন নামের হাহুতাস
আজ ফাঁদে।


কালের ঘোরে জগৎ দোরে
রক্ত খেকু পশুর সুরে
পাগল আমি হই বেহুশ!
আমি আবার সভ্য মানুষ!


বিশ্‌বজিতটা চিৎকারে
ধবনি তুলে
আমি নির্বাক চুপ করে
সব ভুলে!


রাজন নামের ছোট শিশু
আজ মরে
পশু,জানোয়ার হাসে আজ
ভীম স্‌বরে।


জড় পদার্থ নিশ্চুপ
প্রাণহীন
ভাব সেজে আজ ঘর কোনে
হই লীন।


আধুনিকতার প্রখর স্রোতে
ভাসছি আমি দিবস-রাতে
বিবেক খেয়ে হারাই হুশ।
আমি আবার সভ্য মানুষ!



রাত ০২ঃ২৫ মিনিট
০৪-০৮-১৫ ইংরেজী
দশম শ্রেণীকক্ষ,জামেয়া উমরপুর মাদ্রাসা,সিলেট।