উদর জ্‌বলনে নগ্নতায়
ভাসছে কেবল ভোগ কাঁথায়
সুখের আবেশ পেতে বেহুশ
সুখের জন্য হারায় হুশ।


শরাব বানায় বিবেক দিয়ে
বাড়ছে জ্‌বলন শরাব পিয়ে।
পায় যত তাই উদরে ভরে
ভরছে উদর লোভের ঘোরে।


বিবেক বাতির প্রাণটা শেষ
মরণ ফাঁদের উপর টেস।
এর পরেও তো উদর জ্‌বালা
বাড়ছে দ্‌বিগুন ভুখের নালা।


লোভে হয় পাপ মৃত্যু পাপে
লোভীর মরণ লোভের ভাঁপে।


সকাল ০৯ঃ১৫ মিনিট
০৪-০৮-১৫ ইংরেজী
দশম শ্রেণীকক্ষ,জামেয়া উমরপুর মাদ্রাসা,সিলেট।