দৃষ্টিদূর্ন চোখ, মুদিত মিলন দূরপাশ
কলকল্লোল,উচ্ছ্বিসীত সৃষ্টি সুখের উল্লাস
দ্বিগীদিক দীপ্তদিপংকর কিংকন সুরে
জমিয়া-জমিয়া,জমাট বেঁধেছে হিয়া ৷


বহুক্ষন মোহনিদ্রা ভঙ্গ,রঙ্গ,তমাস তটসংবিহারে
আমার স্তুতি যচিয়া চিত্ত,মত্ত,দিক-দিগন্তে
অরুন আলোর অরুনোদয় সিক্ত শৈলশৃঙ্গে
আনারের রক্তাক্ত কোষ ফেনিয়ে পরে লালফেনা ৷
সুধাগন্ধ মধু বিন্দুভারে স্তবক-স্তবক,
তনুভাঁজে পরিব্যপ্ত করি দিয়া হিয়া
মহাসিন্ধুণীড়, বিকীরন-বিচ্ছুরিয়া
প্রথম দিবস স্নিগ্ধ ম্লানবেশ অনিমেশ আক্ষরীয়া
উজ্জ্বয়ীনী প্রাসাদ শিখর নিশিত নিবিড়
অঞ্চল বাঁধি প্রিয়া ৷


জোৎস্না অনিমিক দক্ষিণ দুয়ার খুলি
মুদিত মিলন,অচল শৃঙ্খল,অঞ্চল টানি দিয়া
আষাঢ মার্তন্ড মালয় পিঞ্জ দ্বীপসম নারী
কাজল নেত্র সজল জলসঞ্চিতে গিয়েছে ভরি ৷
সকল রুপবাহার,ক্ষিন উপহার,ক্ষনে উরুহাওয়া;
মেঘ শ্যামশৈলে মুগ্ধ সিদ্ধঙ্গনা,কলকল্লোল ধ্বনি
আকুল রহস্যঅঙ্গনা,অজেয়বিজয়ীনী হাসি
ব্যুহপিঞ্জর,তব রুপসম তীক্ষ্ণ খঞ্জর করে কুটি-কুটি ৷


আদিত্য অঞ্চল প্রনয়ের লাজ খুলি
গগনোচ্যুত নিঃসৃত,বিকীরিত রঙধনুচ্ছ্বটা
শ্যামসম নীড়ে আকুল পিয়াস রুধীত কিয়াস
অনন্ত তৃষা,সহস্রৈক ক্ষুৎপিপাশা
বাঁধে বিবাসিনী-শ্মশানবিলাশিনী ৷