শহরের উপকন্ঠে নৈব্যক্তিক জীবন
জীবিকার সাথে নব সংক্রামক, বিষ
বিপন্ন মানুষের রোনাজারি, বিদীর্ণ আকাশ।
রাষ্ট্র, পার্লামেন্ট, নীতিনির্ধারক, আইনপ্রণেতা
ধর্মীয় নেতা, রাজনীতিবিদ, যত ভন্ডের দল
আর দপ্তরে চলে যে বিলি-ব্যবস্থা
সাধারন তার ভেল্কি বোঝে না।
নিয়মের বেড়াজালে যে জীবন বিধিত
শোষিতের দিন তার শেষ হয় নাকো
পৃথিবীর তাবৎ আইন রচিত হয়
বিত্তহীন, ক্ষমতালীন, দাশত্বের শৃঙ্খল পরানোয়।


দিনে ও দৈন্য হাহাকার, তীব্র ক্ষুধার প্রকোপ
ভাত চাই, কাজ চাই, নিরাপত্তা দাও !
গেরাম কিংবা শহরে, আল পথ থেকে মহাসড়ক
রেলে, কলে, বস্তিতে, বিপন্ন মানুষের ঘাম
মধ্যবিত্ত শ্রেণি, ক্ষুদ্র ব্যবসায়ি, কেরানি,
বেকার যুবক, কৃষকের রক্ত-জলের নেই দাম।


মহা সমুদ্রের অতল অন্ধকারের চেয়েও দীর্ঘ,
ধিকিধিকি জ্বলে ভিষণ ক্ষুধার্ত রাত  
মৃত্যুর মিছিলে পুড়ে খাক হয় সম্ভাবনার সমূহ কপাট
তরুন স্বপ্ন, ভিখারির অন্য, কৃষকের মাঠ বাঁচাতে
এ জাতির ভাগ্য বিধাতার তরে হানি সুতীব্র পদাঘাত।