বাংলাদেশে আছে যত
নবীন প্রবীন শত শত
দেশ যুদ্ধে হয়নি নত,
সকল মুক্তিযোদ্ধা,
১৬'ই ডিসিম্বরে জানায়
শ্রদ্ধীয়দের শ্রদ্ধা।


যাদের জন্য আমরা ধন্য
চারিদিকে এই লাবণ্য
ওরা এনেছে মুখে হাসি,
ইতিহাসে যায় দেখা
স্বর্ণের অক্ষরে আছে লেখা
তাদের বড়ই ভালোবাসি।
ওরা শত্রু এলে মায়ের তরে
হতেও পারে ক্রোদ্ধা,
তাইতো তাদের স্মরন করি
জানাই ফুলের শ্রদ্ধা।


কোন দুঃখী মায়ের ছেলে
নয়তো,কোন কৃষাণ জেলে
যাদের কারনে আজ
মুখে মধুর ভাষা,
ওরা নির্ভীক ওরা দেশপ্রেমিক
ওদের কাজই মায়ের বিপদে
আবারও ফিরে আসা।
একমাত্র সম্বল শুধু ছেলেটা
হারিয়েছে কত বৃদ্ধা,
তাইতো তাদের স্মরন করি
জানাই ফুলের শ্রদ্ধা।