ড্যাঁকড়া মাছের দাড়ি দেইখ্যা
          বোয়াল মাছে কয়,
    থ্যাকা থ্যাকা তোক দেইখ্যা
          হামাক লাগে ভয়।


  বোয়ালঃবড় বড় গপ্প আছে তোর
         কাজের সাথে নাই সাথ,
    এক থাপ্পড়ে ফালামো তোর
         আছে যতগুলা দাঁত।


    বোয়াল মামার কথা শুইনা
        ড্যাঁকড়া গেল ক্ষেপা,
রাজনীতির জোরে ড্যাঁকড়া বোয়ালের
         কলার ধরলো চ্যাপা।


ড্যাঁকড়াঃতোর গুষ্টিত আছে কয়জন
            তোক খাম'ই কলে
               না হলেও হজম
        হামার সব জাগাতই পয়জম।


    যেহেতু ধরছে বোয়ালের কলার,
     তাই কিছুই ছিলনা তার বলার।


     ড্যাঁকড়াঃতুরকেরে সগলিক কবু
             না করে যান বড়াই
    তুরকেরে মতন দু-একটা বোয়াল
          হামার পকেটে চড়াই।


     আর এডাও কবু হামার সাথে
          না লাগে যান লড়াই
         হামার ধর্ম ভালো কর্ম
           সুষ্ঠ সমাজ গড়াই।


আমাদের সমাজেও এই রকম ঘটনা পরিলক্ষিত হয়,ড্যাঁকড়াদের ই চোটপাট বেশি।