এক হাতে ফুলের ডালা
অন্য হাতে মালা,
মধূর একটা ধ্বনী ছড়ায়
হাতের কিছু বালা।


অল্প সুখে থাকে মুখে
হাসি এক চালী,
মাথার চুলে বিনি বেঁধেছে
সেইনা ফুলওয়ালী।


দুটি টাকায় একটি করে
মালা দিয়ে যায়,
এই আয়েতে সে তার
সংসার চালায়।


ফুলওয়ালীর'ও আছে যে
সুন্দর একটা মন
চায় এমনই একজন,
না হোক সে বিত্তবান
শুধু মনের মতন।