কথা দিয়েছিলে তুমি যাবেনাকো ভূলে
তুমি কেন চলে গেলে
শুধু একবার কহোঃ-
আজ আমি নিষ্প্রান
নেই সুখ নেই গান
তুমি তো সুখেই আছ
শুধু দিয়েছ বিরহ।


এমন তো কথা ছিলনা
জীবনে মরনে ভূলনা
এই ছিল কথা,
সারাটি জীবন ভরে
বৃক্ষকে যেমন করে
জড়িয়ে থাকে তরুলতা।
করেছ আমায় তুমি প্রাণহীন জড়
শুধূ দিয়ে বিরহ।


তুমি মনে রাখতে পারনি আমায়
তাই বলে ভূলে যাব আমি তোমায়
এ কভূ হবার নয়,
এ দেহে প্রাণ আছে যতক্ষন
মনে রাখব তোমায় ততক্ষন
বিধি এটাই যেন হয়।


মরার পরেও যেন না কাটে
আমার এ মোহ
শুধূ তোমার'ই বিরহ।