সেদিন জোনাক ভরা রাতে
কবিতার বই হাতে
আপন মনে বসে ছিলাম
একলা বারান্দাতে।
সেদিন তোমায় পড়ছিল মনে,
তুমি আঁধার রাতের ঐ জোনাক হয়ে
এসো মোর জীবনে।
বসন্ত যেমন নিয়ে আসে
নব সাজের নতুন মেলা
ফুলে ফুলে প্রজাপতির খেলা,
তুমি বসন্তকুমারীর সাজে এসো হৃদয় মাঝে
এসে রাঙাও সারাটি বেলা।
সেদিন বসন্ত করেছিল প্রবেশ
তাই নতুনের সমাবেশ
ছিল এই মনে,
তুমি বসন্তের ঐ কোকিল হয়ে
এসো মোর জীবনে।
শরতের প্রভাতে ঘন কুয়াশাতে
সবুজ ঘাসে মুকুট বেশে
ভোরের শিশির কতইনা শোভা পায়,
স্রষ্টার দান শিশির বুঝি তাই
ঘাসের পানেই ধায়।
মনের মত করে সাজাবো তোমায়
রংধনুর সাত রঙে
তুমি ভোরের ঐ শিশির হয়ে
এসো মোর জীবনে।