বড় বড় কিছু নেই
মন ভরে অল্পেই
পাখির কলতানে
দেখে যাও কি কি আছে
আমাদের এই গ্রামে৷
ঝিঁঝিঁ পোকা ঝিঁঝিঁ
করে মধূর সুরে
প্রজাপতি উড়ে উড়ে
যায় যে দূরে৷
মায়া বেড়ে যাবে তোমার
এলে এইখানে৷.........
হেলে ভাই মাঠে যায়
লাঙ্গল ফেলে কাঁধে
গৃহবধূ মনে মধূ
অল্প কিছু রাঁধে৷
কত মাঁয়ায় কোন গাছের ছাঁয়ায়
আনে স্বামীর নামে৷..........
সন্ধায় জোনাক ভাই
টিম টিম জ্বলে
মাসির বাড়ি পায়ের সারি
ঢিকির উপর চলে৷
কত গান কয় অবিরাম
আর ধাপুর ধুপুর ভানে৷......
পুশ্নায় পিঠা চাই
এটা ওটা খাই খাই
কত ধূমধাম,
সারাক্ষণ নেই দম
দিদি বৌদির কাম
বৈশাখ জৌষ্ঠে আম কাঁঠাল
মুখ রেঙে যায় জামে৷.....
গাছে গাছে হাঁড়ি হাঁড়ি
খেজুর রস বাড়ি বাড়ি
খেয়ে বুড়ো দাদুর মত কাঁপ,
চাদরে তো হয় না
কোন কথা কয় না
লেপে মুখ ঝাঁপ৷
দাঁতের উপর দিয়ে দাঁত
কাঁপুনিতে খটাখট,
শরৎ যখন নামে৷.......