কোন সাগরে কোন তরী
ফেলে রেখেছো হায়
কখনো ডুবাও কখনো ভাঁসাও
বোঝা বড় দায়।
রঙ্গের আকাশে রঙ্গের ঘুড়ি
উড়াও তুমি নিজে
কত ছলে মেঘের জলে
কাউকে দাওগো ভিজে।
যেমন করে সাজাবে তুমি
তেমন করেই সাজবে
যেমন সুরে বাজাবে তুমি
তেমন করেই বাজবে।
খাতা দিল লেখার জন্য
পেয়েই হলি ধন্য
লাভের হিসাব করলি শুধু
করলি না তো অন্য।
আসল খাতায় অসল হিসাব
রয়ে গেছে জমিয়া
ধরায় এসে ভূলে গেলি শেষে
একদিন যেতে হবে চলিয়া।
তুই এসেছিস এই ভবে
কখন কোথায় কবে
কি কথা বলিয়া,
এই করিয়া সময় পার
সুখ, নিদ্রা অতি আহার
সব কিছু ভুলিয়া।
ভেবেছিস নাকি বল
তোর শেষেরও সম্বল
কি যাইবি নিয়া।