বাবা মা এক সন্তান
বাড়িতে বসে একা,
ভেবেছিল সে সূর্য্য ডুবলে
পাবেই বুঝি তাদের দেখা।
কল্পনা নামে সেই মেয়েিটর
মা, ই ছিল শেষ সম্বল,
কল্পনাও করতে পারেনি যে
হারাবে সেই সম্বল।
এমনি কত শত অবুঝ
হারালো শেষ খুঁটি,
শেষ কথা না বলেই তাদের
মায়েরা নিল ছুটি।
স্রষ্টার দান অসংখ্য প্রাণ
কেরে নিল যারা
তাদের ধিক্কার ছিঃ ছিঃ ছিঃ,
আবার যেন না ঘটে
এই সাভার ট্রাজেডী।


বাংলাদেশের একটি মর্মান্তিক ঘটনা হতে কবিতাটি
লেখা হয়েছে।