সৃষ্টি কর্তা পালন কর্তা
সৃষ্টি করো,করো হত্যা
এই লীলা করাও তুমি
সারা দিনরাত্র,
সব কিছু তুমি করাও
বিয়োগে কমাও যোগে বাড়াও
মানুষ উপলক্ষ মাত্র।
সৃষ্টি তুমি ধ্বংস তুমি
শুরু তুমি শেষ তুমি
তুমি সব কিছুর'ই মূলে,
দুঃখ তুমি বিষাদ তুমি
কান্না তুমি হাসি তুমি
যাইনিকো মোরা ভূলে।
কপাল নামের ছোট্ট খাতায়
আগেই লিখেছে পাতায় পাতায়
হায়রে মন তার ব্যতিক্রম
করার কিছুই নাই,
রাতের নিথর অন্ধকারে
সকাল নাও হতে পারে
যদি পড়ে যায় রায়।
শিখাবে তিনি,তিনিই শিক্ষক
আমরা তাহার ছাত্র,
বিয়োগে কমায় যোগে বাড়ায়
মানুষ উপলক্ষ মাত্র।