বছরে একটি বার'ই
আসে যে বসন্ত,
নতুনের ছোঁয়া প্রাণে
লাগে অফুরন্ত,
সদ্য ফোটা পদ্ম যেন
দিঘীর জলে ভাঁসে,
তোমায় দেখে  কৃষ্ণচূড়াও
একটু একটু হাঁসে।


মিষ্টি দুপুর বসন্ত তোর
সেই রোদে প্রিয়াকে,
মন হারাবো স্নান করাবো
রূপ কথার এক দ্বীপে।
কোকিল বসে কোকিলার'ই আসে
তোমায় দেখে শিউলী বকুল
একটু একটু হাঁসে।


মিষ্টি টিয়া দৃষ্টিতে মায়া
আনব তার ঐ টোপর
মাথায় পড়িয়ে রানী করাবো
পায়ে পড়াবো নূপুর।
ময়ূর বসে ময়ূরীর'ই আশে
তোমায় দেখে পলাশ পারুল
একটু একটু হাঁসে।