পাড়া প্রতিবেশী ভয়ে লুকিয়ে লুকিয়ে
কিম্বা বন্ধুদের মধ্য আড় চোঁখে,
দিন ফেলে কদম বকুল
কিম্বা শিউল গাছের তলে।
আবার দেখা হবে নব সাজে।
জুঁই চামেলি কিম্বা গন্ধরাজের সাথে,
ব্যাকা নদীর তীর ঘেঁসে।


জলে ভাসা শেওলা হয়ে
কিম্বা পঙ্খী হয়ে উড়ে যেতে।
আবার দেখা হবে
কোন এক কফি সোপে।
গরম জলের ধোঁয়া উড়া কাফে
চুমুকে চুমুকে।


আবার দেখা হবে,
ট্রেডি ডে অফ রেখে রোজ ডেতে
সদ্য ফোঁটা লাল পাপড়িযুক্ত গোলাপ হাতে।
আবার দেখা হবে,
পিঁপড়া জ্বলা চিমটি দিয়ে চোঁখে চোঁখে।
আবার দেখা হবে,
কোন এক জ্যোৎস্নাময় নিশিতে
পিদিম নিভিয়ে
খোলা পবনে মুগ্ধতার শিহরণে।


লাল নিল সাদা কালো
যদি আর না লাগে ভালো
কারণে অকারণে।
আবার দেখা হবে,
বন্ধু তোমার সনে
কলুর ঘাটের ভাঙ্গা ডিঙির পরে।