চাকচিক্য ধারালো যন্ত্রটা হয়েগেছে ভোতা
তাই মোরে অকেজো ভাবিয়া করিয়া অবহেলা
দিওনা সজ্ঞানে পাড়া।
ফালি পড়েগেলে ছাড়বো না, ক্ষমা করবো না।


কিছু জিনিস ধারে কাটে কিছু কাটে ভারে
কিছু জিনিস মন্ত্রে কাটে কিছু কাটে ভয়ে।
ধার পড়েছে ভার কমেছে জাতে তবু যাতি
ফালি পড়েগেলে ছাড়বোনা কেটে দিবো ঠিকি।


বহুবার কয়লার আগুনে পুড়ে হয়েছি লাল,
ঠান্ডা জলের চুবনে
কামারের হাতুলের বাড়িতে হয়েছি তরোয়াল।
জানি এখন আর এই দেহে সহিবে সে ঘা
পাবোনা ফিরে সেই মান ভয়ংকর বাবা
একবেলার অহংকার একবেলার রাজা
বেলা শেষে নিঃশেষ হবে থাকবে না ক্ষমতা।