নীলিমার নিলে মহনার জলে
জয়ের গন্ধ ভাসে মুক্ত পবনে।
মিটি মিটি জ্বলে ঐ নক্ষত্রাদি
আজও সাক্ষী দিয়ে যায় ঐ চাঁদের হাসি।
কতশত হায়েনার হ্নিস্র থাবায়
কাড়িয়া লাক্ষ প্রাণ নির্দ্বিধায়
আজো ভুলি নায় সেতো ভুলিবার নয়।
আমরা বীর আমরা বাঙ্গালী
১৬ ডিসেম্বর,২১শে ফেব্রুয়ারি,২৬ শে মার্চের মতো ইতিহাসের জন্মদাত্রী।
রক্তে জ্বলে উঠা হুতাসাই
জ্বলে পুড়ে হতে পারি ছাই।
আমরা জয়ের আশায় ছেড়ে দিতে রাজি প্রাণের ভয়
মা,মাতৃভূমির,মাতৃভাষার উর্দ্ধে কিছু নায়।