দুখীর ঘরে দুঃসহে
আর কত কাল থাকবে পড়ে?
খোলা নীলিমার বুকে মুক্ত পবনে
পাল উড়াইয়া ভাসিয়ে দিলাম তরি
মন মোহনার জলে।
ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাও
যাও না যত দূরে,
উজান স্রোতে ফিরে এলে
সুখ নিয়েসো ভরে।


অচিন দেশের খবর নিয়ে
আসবে যখন আমার তীরে
খোঁলসে মাছের ভুনা করে
খায়তে দেবো পরাণ ভরে
আদর সোহাগ স্নেহে।


কোন এক জ্যোৎস্না রাতে
তোমার মুখভারা গল্প শুনে
স্বপ্ন নিবো নয়ন জুড়ে
বুকটা চিরে রাখবো তোরে
হৃদয়ের এই ছোট্ট ঘরে।


আমি সখের পাখি উড়িয়ে দিয়ে
করবোনা আহাজারি
তুমি হতাশ হয়ে ফিরে এলে
গলায় দিবো দড়ি।