এই আধার এই জোঁচ্ছনা
নক্ষত্রের ভরসায় মিছে পথ খোঁজা
নিদ্রাহীন গভির অরণ্য করে ঘুম ঘুম খেলা।


প্রবল হাওয়ার সামাল দিয়ে
হৃদয়ে প্রতিটা কোনে কোনে জ্বেলেছি আশার বাতি।
জানি, প্রহর আসিবে হব আমি স্বয়ংকৃতি।


আমার পৃথিবীর চারিদিকে ধূধূ বালুচর
তারি মাঝে আমি বালু দিয়ে বানিয়েছি ঘর।
হতাশার মাঝে সপ্ন আমার
বার বার দমকা হাওয়াই ভেঙ্গে চুরে করে ছারখার।


আমার পৃথিবীতে নায় কোন প্রাণী
ভুল করে উড়ে এলে তৃষ্ণায় করে আহাযারি।
এ কোন নব খেলাই মেতেছি
গামছাবাঁধা দুআঁখি হাতড়িয়ে খুঁজি শান্তি
তবুও নিজ হস্তে খুলিতে না পারি
দেখিতেনা পারি রঙ্গময় ধরণী।