আমার ভিতরের আমিটা হয়েছে রং চটা।
চোখে সাত রঙ্গের স্বপ্ন মনে হাজার গল্প কথা,
বাস্তবতা সাদা কালো ভবিষ্যত যেন ফাটা।
অন্তরালে জাগলে বিন্দুমাত্র সখ সুখ কামনা,
আয়নার মতো ভেসে ওঠে আপন অস্তিত্ব কিছু সস্তা যোগ্যতা।


নড়বড়ে যোগ্যতার ভরে বাস্তবকে মোকাবেলা,
উতল সমুদ্রের বোবা মাঝি বৈঠা ছাড়া,
সবি পাওয়া না পাওয়া আপেক্ষিক কিছু চাওয়া।


উপরে চকচকা ভিতরে ধরেছে মরিচা।
বড় মধুর হয় অভিনয় করা হাসিটা,
চোখে আড়ালেই থেকে যায় পাথর চাপা কান্না।
এ যেন রঙ্গমঞ্চে অভিনীত মহা রাজা।


কুয়াশাকে ভেবে বিষাক্ত ধোয়া,
আটকে যায় দম থমকে যায় পথচলা।
মাথার উপর বোঝা হয়ে রয় এই নগন্য যোগ্যতা।