মায়ে যেমন সন্তান রাখে ভালোবাসা দিয়া।
টেকনাফ থেকে তেঁতুলিয়া সমগ্র বাংলা,
আটষট্টি হাজার গ্রাম যেন তোমার স্নেহের আঁচল তলে রাখা।
হে জনমাতা শেখ হাসিনা,
তোমার তুল্লে তুলনীয় হয়না কোন মা।
দেহের রক্ত পানি করে দেয় সন্তানের বিলাসিতা।
ভদ্র সুশিক্ষিত করে গড়তে মায়ে যতো চিন্তা।
হে জনমাতা,
তবে তোমার স্বপ্ন আকাশ ছোঁয়া,
গড়তে সোনার বাংলা।
নায় একমায়ের ন্যয় চিন্তার শেষ সীমাবদ্ধতা।


দিলে সন্ত্রাস আর মাদকমুক্ত সুশীল সমাজ
করলে বেকারমুক্ত বাড়িয়ে কাজ।
তুমি আলোর দিশারি এই বাংলার বুকে আজ।


হে জনমাতা,
তুমি ফিরিয়ে দিলে পূর্ণ স্বাধীনতা।
আলবদর রাজাকারের বিচারে এনে
করলে শহীদের আত্তার শান্তি কামনা।
তুমিই প্রমাণ করলে অপরাধ করলেই সাজা
বিচারের উদ্ধে কেহ না।
এখন আর কেহ খুদার জ্বালাই কান্না করেনা,
ঘুচে দিলে দুঃখ দারিদ্র আনিয়া দিলে সচ্ছলতা।
ষোল কোটি মানুষের মুখে আজ এই স্লোগানে ভরা,
যোগ্য পিতার যোগ্য কন্যা জনমাতা শেখ হাসিনা।