এ হৃদয় বাগিচায় মেলেছে আঁখি শত ফুলের কলি
রঙ্গচটা গগন জুড়ে আজ সাত রঙ্গের হলি।
মরা গঙ্গে ঢেউ আর অন্ধ চোঁখের জ্যোঁতি
তোমার প্রেম পরশে মরি বাঁচি
তুমি স্বর্গ  সুধারানী।


মনের ভাবনা ভাবনায় রেখে চলছে নানান বাহানা।
নানা রঙ্গের গাভি হলেও দুধ হয় সাদা
প্রেম করতে লাগেনা কারণ
মানেনা বারণ কিম্বা বাধা।


কৃষ্ণ বাজাই বাঁশরি রাধার মুখে মিষ্টি হাসি
এলোমেলো কেশ তোমার ছলো ছলো আঁখি
নিদ্রা ভাঙ্গা সপ্ন আজি নয়ন মেলে দেখি।