ধর্ম যুদ্ধে কথা আর মর্মে ব্যাকুলতা
জাত জন্ম যথাতথা কর্ম গুনেই আসল নেতা।
আজ যাহা অবহেলিত কাল তাহা হতেও পারে মহা!


দিনের কাছে অবহেলিত চাঁদ
কিম্বা জোনাকি পোকা
রাতের কাছে তাঁরাও সোভা।
আগুন ছাড়াই পোড়ে মন
অবহেলা পায় যখন
ভিষণ সেই জ্বালা।
মনের ভাবনা মনে রেখে
প্রশ্ন করো বিবেকের কাছে
কোনটা আসল সোনা।
পাদুকার নিচে অবহেলিত দুবলা
দুঃসময় সারাতে ক্ষত নাইকো তাহার তুলনা।


আসিস বেলা চলছে মেলা
জীবন সময়ের ফ্রেমে বাঁধা।
শৈশব গেলো কৈশোর গেলো
যৌবনে যতো হেলা,
মধ্য বয়সে মাথায় বোঝা
বৃদ্ধা হলেই শেষ হবে রঙ্গমঞ্চের খেলা।


আজ না কাল হবে পরশু গায়ে ব্যাথা
অপরের সাথে তাল মিলিয়ে
নিজেকে নিজেই যদি করো অবহেলা,
ফসকে যাবে কূল হারাবে থাকবে না কোন দিশা।